স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেল্লাল হোসেনকে (৩৭) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল ঘটকের ছেলে।এই আদালতের স্টেনোগ্রফার রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে জেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর গ্রামের ফজল হক প্রামানিকের মেয়ে বিলকিস খাতুনের সাথে বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলোহ লেগেই থাকতো। ২০১৪ সালের ১৪ মে রাতে বিলকিস ও বেল্লালের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বেল্লাল বিলকিসকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় বিলকিসের ভাই বেলাল হোসেন বাদী হয়ে চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বেল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। বাকি তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password