স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগসহ ৬ দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুবমৈত্রী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে শুরু হয় মানববন্ধন কর্মসূচি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে যুবমৈত্রীর যশোর জেলা শাখার সভাপতি অনুপ কুমার পিন্টুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, করোনাকালে স্বাস্থ্যখাতে মারাত্মক দুর্নীতির ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রীর পরোক্ষ সহযোগিতায় শীর্ষ কর্মকর্তারা এসব অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত। তাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিদের বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে করোনা টেস্ট বৃদ্ধি, সবার জন্য ভ্যাকসিন সুবিধা নিশ্চিত, করোনাকালীন ১৮ লাখ বেকারের ভাতা, আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও বিশেষ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
যুবমৈত্রীর যশোর জেলা শাখার সভাপতি অনুপ কুমার পিন্টু বিডিটাইপকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত, দেশে ফেরত কর্মহীন প্রবাসী ও বেকার ব্যক্তিদের ভাতা ও প্রণোদনাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন