স্ত্রীর ক্যানসার চিকিৎসার জন্য ভারত গিয়ে করোনায় মৃত্যু

স্ত্রীর ক্যানসার চিকিৎসার জন্য ভারত গিয়ে করোনায় মৃত্যু

ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে মারা গেলেন কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকশি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬৬ বছর বয়সী এই সাংবাদিক ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সাংবাদিক নজরুল ইসলামের বাড়ি সিলেটে। তবে তিনি বিয়ে করে কক্সবাজারে স্থায়ী হন। কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় তাঁর বাড়ি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। নজরুল ইসলাম বকশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ির বার্তা পত্রিকার সম্পাদক ছিলেন। এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি কক্সবাজারের আবৃত্তি সংগঠনসহ সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

নজরুল ইসলামের খালু সিরাজুল ইসলাম বলেন, চেন্নাইয়ের যে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেটির পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ওখানে বর্তমানে তাঁর অসুস্থ স্ত্রী লুৎফা বেগমের কেমোথেরাপি চলছে। সঙ্গে দুই সন্তানও সেখানে অবস্থান করছেন। নজরুল ইসলাম বকশির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password