কক্সবাজারের উখিয়ায় সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালক নিহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উখিয়া উপজেলা নির্বাহী নিজাম উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, প্রধান সড়কে হেলমেটবিহীন মোটর সাইকেল সম্পূর্ণরূপে চলাচল বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যতই প্রভাবশালী হোক না কেন এক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না।
সভায় ইউএনও নিজাম উদ্দিন আহমদ আরও বলেন অবৈধ ডাম্পার, সী-লাইন, টমটমের বিরুদ্ধে এবং অপ্রাপ্ত বয়স্ক চালক, লাইসেন্স বিহীন ড্রাইভার ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ট্রান্সফোর্স-এর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন