ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনা গ্রামে নামাজ পড়ে আসার সময় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামের হাসান মেম্বারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত নূর ইসলাম (৬৫) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়ার সিদ্দিক আলীর ছেলে। বাবাকে হত্যার অভিযোগে নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে (৩২) আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার ছেলে হাসিবুল ইসলামের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয় পারিবারিক কারণে। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ জানায়, সোমবার ভোর রাতে ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন নূর ইসলাম। এই সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হাসিবুল পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথে নূর ইসলাম মারা যান। সদর থানার ওসি (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন