কখনো শুনেছেন মানুষের কামড়ে বিষধর সাপের মৃত্যু

কখনো শুনেছেন মানুষের কামড়ে বিষধর সাপের মৃত্যু
MostPlay

সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে মানুষের কামড়ে সাপের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। সম্প্রতি ভারতের ওড়িশা রাজ্যের গাম্ভারিপাতিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বুধবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান,ঐ রাজ্যের গাম্ভারিপাতিয়া গ্রামের কিশোর বাদ্রা (৪৫) নামের এক ব্যক্তি ধানক্ষেত থেকে কাজ করে ফেরার পথে বিষধর সাপ ছোবল মেরেছিল। তখন কামড় খেলেও সাপটিকে ধরে ফেলেন তিনি। প্রতিশোধ নিতে বেশ কয়েকবার কামড়ে ফেলেন সাপটিকে।

আর এতে মারা যায় সাপটি। সেই মৃত সাপ হাতে নিয়েই বাড়ি আসেন কিশোর। গোটা ঘটনার কথা জানান তার স্ত্রীকে। পরে প্রতিবেশীরাও জেনে ফেলেন এই ঘটনার কথা। তার পর গ্রাম জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কিশোরের কীর্তি।

এ ব্যাপারে কিশোর বলেন, বিষাক্ত কালাচ সাপ কামড়ালেও তেমন কোনও সমস্যা হয়নি আমার। আমি গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম এবং সুস্থ হয়ে গেছি। 

মন্তব্যসমূহ (০)


Lost Password