ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ছাত্রলীগের উদ্যোগে  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

২৭ মে (বৃহস্পতিবার) মৌলভীবাজার জেলার রাজনগর  উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের  উদ্যোগে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্ধকরণ  কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

তিন নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আওতায় দিনব্যাপী প্রায় ৪০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ ও প্রায় ১০০ জন সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি তাদেরকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। 


এসময়  উপস্তিত ছিলেন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক আহমেদ। 

 এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জুবেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক জুয়েল আহমেদ, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিমন আহমে , নিপু রাজা, আক্তার হোসেন, জিসান, প্রমুখ সহ  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ছাত্রলীগের  সদস্যরা জানান, ছাত্র ছাত্রী দের ইউনিক আইডি করার সরকারি নির্দেশের পর থেকে দেখতেছি ছাত্র ছাত্রীরা যেভাবে মুন্সিবাজারে বিভিন্ন ডায়গনিস্টক সেন্টারে ভিড় জমাচ্ছে'এবং বিভ্রান্তির শিকার হচ্ছে একেক ডায়গনিস্টক সেন্টারে একেক মূল্য নিতেছে ছাত্র ছাত্রীরা অসহায় বোদ করতেছে তাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। 

এছাড়াও  মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা।  শিক্ষার্থীরাই নিজেদের রক্তের গ্রুপ জানেন না এবং রক্ত দিতেও ভয় পান কিংবা অসম্মতি প্রকাশ করেন। এমন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করে শান্তিময় সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ও আমাদের এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ   সবসময়  মানব কল্যাণমূলক, সমাজ উন্নয়ন,  ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তরুণ-তরুণীদের মধ্যে আত্ম-জিজ্ঞাসা ও আত্মোপলব্ধী সৃষ্টির পাশাপাশি একে অপরের  সাথে ভ্রাতৃত্ববোধ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। ছাত্রলীগের এই  উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password