ফরাসি নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স

ফরাসি নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স
MostPlay

ফরাসি নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। দেশটিতে ফ্রান্সবিরোধী চলমান সহিংস বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস এই পরামর্শ দিয়েছে।এছাড়া দেশটিতে ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকির বিষয়েও সতর্ক করা হয়েছে।এ সপ্তাহে পাকিস্তানের হাজার হাজার ইসলামপন্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মহানবীকে (সা.) নিয়ে কার্টুন আঁকায় যে বিক্ষোভ হয়েছে,

সেখান থেকে বিক্ষোভকারীদের আটক করায় এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালান ইসলামপন্থীরা।দেশটির কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) হুমকির পর ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বার্তা পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, ফ্রান্সের নাগরিক ও কোম্পানিগুলোকে আপাতত পাকিস্তান থেকে চলে যেতে। চলমান বাণিজ্যিক বিমানেই তারা পাকিস্তান ছেড়ে চলে যাবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password