চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে বসতঘরে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১৪টি ছাগল, ধান চালসহ দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানায়, নতুন বাস্তপুর গ্রামের মাঝের পাড়ার দরিদ্র দিনমজুর আয়ুব আলীর ছেলে সাইদুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘর, গোয়াল ঘর, খড়ের গাদায় ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় ঘর থেকে কোনো কিছু বের করার আগেই সব কিছু পুড়ে যায়। এর মধ্যে ৩০ মণ ধান, ১০ মণ আলু, ১৪টি ছাগল, ঘরের আসবাবপত্র, পরিধেয় কাপড় চোপড়সহ সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা ফায়ার সার্ভিস। পরে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খড়কুটো শুকনো থাকায় আগুনের লেলিহান শিখার সামনে কেউ যেতে পারেনি।
ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন