বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউ গ্রেফতার

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তোমেউ গ্রেফতার
MostPlay

ন্যু ক্যাম্পে পুলিশের অভিযান, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ গ্রেপ্তার। 
  
বার্সার সাবেক এই সভাপতির বিরুদ্ধে অভিযোগ ক্লাবের বর্তমান তারকা লিওনেল মেসি, সাবেক তারকা জেরার্ড পিকে এবং কোচ পেপ গার্দিওলাসহ অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নাম ছড়াতে বাইরের একটা প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন। 

এমন অভিযোগ ওঠার পরই তা অস্বীকার করেন হোসেফ মারিয়া বার্তোমেউ। তখনই সাবেক তারকা ফুটবলাররা বিষয়টি তদন্তের দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে মাঠে নামে বার্সেলোনার পুলিশ ফোর্স ‘মোসোস দেসকাদ্রা’। তদন্তের সূত্র ধরেই সোমবার বার্তোমেউকে গ্রেপ্তার করে পুলিশ। 

সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর বার্সেলোনার সদস্যরা অনাস্থা ভোটের আয়োজন করলে গত ২৭ অক্টোবর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান বার্তোমেউ। তার পরিবর্তে ক্লাবটির অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান কার্লেস তুসকেতস। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সকালে বার্সেলোনার অফিসে অভিযান চালিয়েছে মোসোস দেসকাদ্রা। সেই অভিযানেই বার্তোমেউ ও তার বোর্ডের প্রধান নির্বাহী অস্কার গ্রাউ আর তার ডানহাত জাউমে মাসফেরারকে গ্রেফতার করে কাতালান পুলিশ বাহিনী।

মন্তব্যসমূহ (০)


Lost Password