প্রথমবারের মতো ঢাকার বুকে চললো স্বপ্নের মেট্রোরেল

প্রথমবারের মতো ঢাকার বুকে চললো স্বপ্নের মেট্রোরেল
MostPlay

আজ ২৭ আগস্ট শুক্রবার সকালে মেট্রোরেল এর ৬টি বগি নিয়ে উত্তরা থেকে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। এসময় নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেলো। এসময় নগরবাসীকে বেশ আনন্দ ও উচ্ছ্বাস করতে দেখা গেছে। স্বপ্নের মেট্রোরেল যখন ঢাকার বুকে চলছিলো তখন নগরবাসী তা দেখার জন্য রাস্তায় নেমে আসে।

এসময় নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে তাদের। আজ দুপুর নাগাদ মেট্রোরেল চলাচলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এসময় বাংলাদেশের নেটিজেনদেরও অনেককে উচ্ছ্বাস করতে দেখা গেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার দ্বিতীয়বার পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ নামক ২০.১০ কিলোমিটার দীর্ঘ পথকে নির্ধারন করা হয়। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জাইকা দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দু'দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password