হাসপাতালে অক্সিজেন মেশিনে আগুন, মৃত ৮ করোনা রোগী

হাসপাতালে অক্সিজেন মেশিনে আগুন, মৃত ৮ করোনা রোগী

অক্সিজেন মেশিনে অগ্নিকাণ্ডে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশে একটি হাসপাতালে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের বয়স ৬৫ থেকে ৮৫’র মধ্যে বলে নিশ্চিত করেছে  হাসপাতাল কর্তৃপক্ষ।সানকো ইউনিভার্সিটি হাসপাতালের করোনা ইনটেনসিভ কেয়ার ইউনিটে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই অক্সিজেন মেশিন দিয়ে করোনা আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়া হচ্ছিল।দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অন্য হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যায়। বিস্ফোরণের সময় বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো ১৪ করোনা আক্রান্ত রোগী ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন।

অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হিসেবে দেশটির ৭৪ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগী ভর্তি রয়েছে। যদিও মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password