পৃথিবী থেকে ৫০৮ আলোকবর্ষ দূরে নতুন গ্রহের সন্ধান,বৃহস্পতির চেয়ে ৯ গুণ বড়!

পৃথিবী থেকে ৫০৮ আলোকবর্ষ দূরে নতুন গ্রহের সন্ধান,বৃহস্পতির চেয়ে ৯ গুণ বড়!
MostPlay

AB Aurigae নামক একটি নক্ষত্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে। গ্রহটি পৃথিবী থেকে ৫০৮ আলোকবর্ষ দূরে অবস্থিত। বৃহস্পতির নয় গুণ বেশি ভর। এমনই এক গ্রহের সন্ধান পেল হাবল স্পেস টেলিস্কোপ। তবে এখনও শিশু পর্যায়ে রয়েছে এই গ্রহ। নাসার কথায়, 'স্টিল ইন দ্য ওম্ব।' অর্থাত্ এখনও 'গর্ভে'।

সদ্য গঠিত গ্রহটির নাম দেওয়া হয়েছে AB Aurigae b। উদ্ভব হওয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই গ্যাসীয় দৈত্য।  মজার বিষয় হল, নিজের নক্ষত্র থেকে অভাবনীয় দূরত্বের কক্ষপথ দিয়ে এই গ্রহটি প্রদক্ষিণ করে। AB Aurigae b তার নক্ষত্রকে ৮.৬ বিলিয়ন মাইল দূর থেকে প্রদক্ষিণ করে। তুলনাস্বরূপ, এটি সূর্য থেকে প্লুটোর দূরত্বের চেয়ে দুই গুণ বেশি (৩.৭ বিলিয়ন মাইল)।

বৃহস্পতি এবং শনির মতোই, এই গ্রহটি একটি গ্যাস দৈত্য। বেশিরভাগটাই হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত। একটি ছোট কঠিন কোরকে ঘিরে ঘূর্ণায়মান গ্যাসীয় স্তর। গবেষকরা ২০০৭-এর সময়কার হাবল ডেটা, ও হাওয়াইয়ের সুবারু টেলিস্কোপ ব্যবহার করে গ্রহটি সনাক্ত করেছেন। সুবারু টেলিস্কোপ এবং নাসা-আমেস রিসার্চ সেন্টারের প্রধান লেখক থাইন কুরি বলেন, 'আমাদের মতে গ্রহটি এখনও তার 'জন্ম' প্রক্রিয়ার খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password