করোনা সংক্রমণ রোধে রাঙামাটিতে মাঠে প্রশাসন

করোনা সংক্রমণ রোধে রাঙামাটিতে মাঠে প্রশাসন

করোনা সংক্রমণ রোধে লকডাউনের প্রথমদিনে রাঙামাটিতে মাঠে ছিল প্রশাসন। সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় ও বাজারগুলো মনিটরিং করতে দেখা গেছে।লকডাউনের মধ্যে খাবারসহ নিত্যপণ্যের দোকান খোলা ছিল। কাঁচাবাজারেও মানুষের সমাগম দেখা গেছে। বাজারে লোকসমাগম থাকলেও সামাজিক দূরত্ব মানার ব্যবস্থা কোথাও চোখে পড়েনি। তবে দূরপাল্লার যানচলাসহ সকল প্রকার গণপরিবহন বন্ধ ছিল।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ বলেন, ‘প্রথম দিন হিসেবে সবাইকে সচেতন করছি। এছাড়া বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদের বাসায় থাকার অনুরোধও করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের মতো সকলের সহযোগীতা নিয়ে দ্বিতীয় ঢেউও মোকাবেলা করতে পারবো। সেই জন্য রাঙামাটিবাসীসহ সবার সহযোগীতা কামনা করছি।

অন্যদিকে রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে করোনার নুমনা পরীক্ষা করা হলেও এর মধ্যে সাতজনের পজেটিভ পাওয়া যায়। যারমধ্যে রাঙামাটি সদরে তিনজন, কাপ্তাই উপজেলায় দুইজন, রাজস্থলী উপজেলায় দুইজন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছেন ১ হাজার ৩৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭২ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১৬জন। রাঙামাটিতে প্রথম ধাপে ৩০ হাজার ৪০০ জন টিকা গ্রহণ করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password