কীসের অবসর,দ্রুতই কোর্টে ফিরছেন ফেদেরার

কীসের অবসর,দ্রুতই কোর্টে ফিরছেন ফেদেরার

অনেকেই ভেবেছিলেন, ৩৯ বছরে হয়তো তার পক্ষে কোর্টে ফেরা আর সহজ হবে না। তবে অবসরের ভাবনাকে একেবারে জোরালো ফোরহ্যান্ডে কোর্টের বাইরে ফেললেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। হাঁটুর চোট তাকে প্রচণ্ড ভুগিয়েছে। সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচারও করাতে হয়। পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্ল্যামেও নামতে পারেননি।

এত কিছুর পরেও অবসর প্রশ্নে ফেদেরার সরাসরি বলেছেন, এখনই তিনি অবসর নিয়ে ভাবছেন না। হাঁটুতে অস্ত্রোপচারের পর রিহ্যাব করে সম্পূর্ণ সুস্থ হয়ে টেনিস কোর্টে ফিরছেন সুইস টেনিস তারকা। এর মাধ্যমে ১৪ মাস পর তিনি আবারও কোনো প্রতিযোগিতায় খেলতে নামছেন। ভবিষ্যতেও টেনিস খেলা চালিয়ে যেতে চান রজার ফেদেরার।

২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার কোর্টে নেমেছিলেন ফেদেরার। হাঁটুতে অস্ত্রোপচারের জন্য এই মৌসুমের অস্ট্রেলিয়ান ওপেনে এবার খেলা হয়নি।সবকিছু ঠিকঠাক থাকলে কাতার ওপেনেই পুনরায় কোর্টে ফিরছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ফেদেরার বলেন, 'গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এখন চোটমুক্ত। হাঁটুর ব্যথাও নেই। টেনিস কোর্টে ফিরতে পেরে আমি খুশি।'

মন্তব্যসমূহ (০)


Lost Password