উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ফেদেরার

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ফেদেরার
MostPlay

২০১৮ সাল, শেষবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান রজার ফেদেরার। এরপর থেকে অপেক্ষাটা বারবারই দীর্ঘায়িত হচ্ছে বিশটি গ্র্যান্ড স্লামের মালিকের। এবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লেন ফেদেরার। টেনিস বিশ্বকে চমকে দিয়ে রজার ফেদেরারকে উইম্বলডন থেকে বিদায় করে দিয়েছেন হুবের্ত হুরকাজ। অঘটনের জন্ম দিয়ে এ পোলিশ খেলোয়াড় উঠে গেছে টুর্নামেন্টের সেমি-ফাইনালে। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পেরিয়ে যাওয়া ২৪ বছরের হুরকাজ ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-০ গেমে হারান সুইস মহাতারকাকে।

প্রথমবারের ৬-০ গেমে কোনো সেট হেরে উইম্বলডন টেনিসের কোয়ার্টার থেকে বিদায় নিয়েছেন ফেদেরার। রজার ফেদেরারকে শেষ কবে এতটা ফিকে দেখা গেছে তা হয়তো তিনি নিজেও জানেন না। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার প্রথমে খারাপ করলেও পরে ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্তভাবে। তবে এদিন আর পারলেন না। হুবের্ত হুরকাজের কাছে হেরে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে থেকেই বিদায় নিয়েছেন তিনি।

প্রথম সেটে শুরুটা ভাল করেও সেট হারেন ফেদেরার। দ্বিতীয় সেটে ফেদেরারকে সমানে-সমানে টক্কর দিয়ে যান হুবার্ট। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু তৃতীয় সেটে ফেদেরারকে দাঁড়াতে দেননি হুবার্ট। হারিয়ে দেন ৬-০ গেমে। ২০০২ সালে মারিও এনচিকের পর অল ইংল্যান্ড ক্লাব কোর্টে এই প্রথমবার কারও কাছে সরাসরি সেটে হারলেন তিনি।

রজার ফেদেরারের বিদায়ের দিনে মার্টোন ফুকসোভিচকে সরাসরি সেটে হারিয়ে সেমিফফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্ল্যামে ৫০তম কোয়ার্টার ফাইনাল খেলতে নামা জকোভিচ ঘাসের কোর্টে পান শততম জয়। আর মেজরে এটি তার ৩১৫তম জয়। ফাইনালে ওঠার লড়াইয়ে দশম বাছাই কানাডার দেনিস শাপোভালোভের বিপক্ষে খেলবেন জকোভিচ। এ বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন জকোভিচ। তৃতীয় টাইটেলের দিকে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password