মিসরের ত্রয়োদশ শতাব্দীর একটি প্রাচীন মসজিদ থেকে 'জিন' তাড়াতে সরকারের সাহায্য চেয়েছেন এলাকাবাসী। মসজিদটি মামলুক সুলতান আল জাহির বায়বার্স বিন আব্দুল্লাহ আল বিনদাকারির শাসনামলে ১২৭২ থেকে ১২৭৪ মধ্যে নির্মাণ করা হয়। খবর আরব নিউজের।
মামলুক সুলতান আল জাহির তখন ক্রুস্যাডার ও মঙ্গলীয়দের বিরুদ্ধে লড়াই করে সফল হন। কয়রোর উত্তরাঞ্চলে অবস্থিত প্রাচীন ওই মসজিদের সামনের একটি গভীর কূপ আছে। সেখানে জিন আছে মনে করে কেউ এটির সামনে যান না শতাব্দীর পর শতাব্দী ধরে।
এলাকাবাসীর ধারণা, এই কূপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে মহামূল্যবান গুপ্তধন। আর এগুলো পাহারা দিচ্ছে কথিত ওই জিন।এ কারণে কেউ ওই কুয়ার সামনে যান না। তাদের ধারণা, কুয়ায় নামলে আর প্রাণ নিয়ে ওপরে ওঠা যাবে না। জিন তাদের মেরে ফেলবে।
সম্প্রতি মিসরের আখবার আল ইয়োম পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন ছাপার পর বিষয়টি নিয়ে সবার মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন