জামালপুরের মেলান্দহে পুত্রের ছোরার আঘাতে আহত বাবা ওয়াহাব আলী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে চরবানিপাকুরিয়া ইউপির আটাবাড়ি গ্রামে। জানা গেছে, গত ৩১ মার্চ ওয়াহাব আলীর প্রথম স্ত্রী নইলে বেগম ও ছেলে রিপনের সঙ্গে কলহ হয়। তর্কবিতর্কের একপর্যায়ে ছেলে রিপন তার মা নইলে বেগমকে মারপিট করে হাতের কব্জি ভেঙে দেয়।
নিহত ওয়াহাব আলীর মেয়ে রিনা পারভীন জানান, মা নইলে বেগমকে মারধরের খবর পেয়ে পরদিন বাবা ওয়াহাব আলী ঢাকা থেকে দ্বিতীয় স্ত্রী গোলাপীকে রেখে বাড়িতে আসেন। দ্বিতীয় দফা তর্ক বিতর্কের আরেক পর্যায়ে ওয়াহাবের ভাতিজা বাবলু ও জামাতা শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওয়াহাব আলীর মাথায় আঘাত করেন। এ সময় ছেলে রিপন ওয়াহাব আলীর পেটে ছুরা মেরে রক্তাক্ত জখম করেন। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় ওয়াহাব আলীকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওয়াহাব আলী মারা গেছেন।
ওয়াহাব আলীর দ্বিতীয় স্ত্রী গোলাপী বেগম জানান, পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে এনে আমার স্বামী ওয়াহাব আলীকে হত্যা করা হয়েছে। ওদিকে গ্রাম্য মাতাব্বররা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছেন।এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম জানান, এখনো কেউ থানায় মামলা দেয়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন