ইসলামের দৃষ্টিতে পিতা মাতার স্থান

ইসলামের দৃষ্টিতে পিতা মাতার স্থান
MostPlay

লেখক: আরাফাত রহমান. 

মহান আল্লাহ সমগ্র পৃথিবীর একমাত্র উপাস্য ও অভিভাবক৷ পিতা মাতা হলো শুধু ইহকালিন জীবনের সাময়িক অভিভাবক ৷ সন্তানের কাজ হলো মহান স্রষ্ঠা ও পালনকর্তা আল্লাহ তায়ালার যাবতীয় হুকুমের সাথে পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা ও তাদের মান্য করা৷ আল্লাহ তায়ালা পিতা মাতার সঙ্গে বাল্যজীবনের ভালোবাসার ন্যায় সারাজীবন তা বহাল ও মজবুত ও বহাল রাখার নির্দেশ দিয়েছেন৷ আল্লাহ বলেন, আমি পিতা মাতার সঙ্গে সদব্যাবহারের নির্দেশ দিয়েছি৷ 

তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারন করেছেন এবং কষ্ট সহকারে প্রসব করেছেন৷ তাকে গর্ভধারন করতে এবং দুধ ছাড়াতে লেগেছে ত্রিশ মাস৷ অবশেষে সন্তান যখন বড় হয় তখনও পিতা মাতা আল্লাহর কাছে তার সন্তানের মঙলের জন্য দোয়া করেন৷ মহান আল্লাহ বলেন,  আপনার রব নির্দেশ দিলেন যে তাকে ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতা মাতার সাথে সদব্যাবহার করো৷ যদি তাদের মধ্যে কেউ বা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনিত হয়, তবে তাদেরকে উহ শব্দটিও বলো না ৷ এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে শিষ্টাচার পুর্ন কথা বলো না৷ 

পবিত্র কোরআনে আল্লাহ তাওহীদের প্রতি দাওয়াতের সাথে সাথে পিতা মাতার প্রতি সদব্যাবহারের নির্দেশ দিয়েছেন৷ এটা পিতা মাতার জন্য অসামান্য সম্মান ও মর্যাদার৷ মহান আল্লাহ বলেন উপাসনা কর আল্লাহর, শরীক করো না ওনার সাথে কাউকে, পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যাবহার করো ৷ নিশ্চয়ই আল্লাহ তায়ালা পছন্দ করেন না দাম্ভিক ও অহংকারীকে ৷ 

কোরআনুল কারীমে পিতা মাতার হকসমুহকে আল্লাহ তায়ালার এবাদত ও আনুগত্যের সাথে যুক্ত করে বর্ননা করা হয়েছে ,যাতে বান্দা তার জীবদ্দশায় সার্বিক সতর্কতা বজায় রেখে অকৃত্রিম ভাবে পিতা মাতার প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে সক্ষম হয়৷ বন্দার নিকট আল্লাহর হক অত্যন্ত ব্যাপক ৷  

কিন্তু সন্তানের নিকট পিতা মাতার হক সীমাবদ্ধ৷ যেমন পিতা তার সন্তানকে শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য আদেশ দিলে পুত্র তা প্রত্যাখ্যান করলেও কোনো দোষ হবে না৷ আল্লাহ তার স্বীয় কলামে বলেছেন, পিতা মাতা যদি তোমাকে এমন বিষয়ে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তাদের কথা মানবে না৷ দুনিয়াতে তুমি তাদের সাথে সদ্ভাবে সহ অবস্থান করবে৷ এইভাবে বলা যায়, পিতা ভুল কিছু করলে পুত্র তা না করলেও পিতার প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না৷

মন্তব্যসমূহ (০)


Lost Password