সালথায় পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

সালথায় পেঁয়াজ রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তীব্র শীত ও কুঁয়াশাকে উপেক্ষা করে বীজ তলা থেকে হালি চারা উঠানো, জমি পরিষ্কার করা এবং হালি রোপন করা নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।

আর তাদের এ কাজে পরিবারের অন্যান্য ছোট বাচ্চারা ও কৃষানিরাও সহায়তা করছে। কাঁক ডাকা ভোর হতেই তাদের এই ব্যস্ততা লক্ষ্য করা যায়। কয়েকজন কৃষকের সাথে কথা বলাকালে তারা জানায়, বেশির ভাগ জমিতেই পেঁয়াজের চারা রোপন শুরু হয়েছে।

এসময় তারা জানান, কৃষকেরা কাঁক ডাকা ভোরে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়ে ক্ষেতের উদ্দেশ্যে। দিনভর চলে তাদের এই ব্যস্ততা। কয়েকজন কৃষক জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে নীচু জমিতে পানি জমে যাওয়া তাদের পেঁয়াজের চারা রোপন করতে কিছুদিন দেরি হবে।

সরেজমিনে দেখা যায় কিছু কিছু জমিতে মেশিন বসিয়ে পানি নিঃষ্কাশন করছে কিছু কৃষক। তাদের সাথে কথা হলে তারা জানায় পানি নিঃষ্কাশন করতে তাদের অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে। শুধু তাই নয় এই জমি দ্রুত চারা রোপনের উপযোগী করতে তাদের অতিরিক্ত চাষও দিতে হবে। ফলে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে।

সালথা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অত্র উপজেলায় ১২ হাজার ৪শ ৪০ হেক্টরের জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা মোট আবাদী জমির ৯১ শতাংশ। এ উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, এবছর সালথা উপজেলায় মোট ১২ হাজার ৪ শ ৪০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে। বৃষ্টির জন্য বীজতলার ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম আবাদ হতে পারে। তবে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password