বাড়তি চাপ না নিয়েই নাসুমের বাজিমাত

বাড়তি চাপ না নিয়েই নাসুমের বাজিমাত
MostPlay

আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই জয়ের নায়ক নাসুম আহমেদ। দলের নতুন এই সদস্য বাড়তি চাপ না নিয়ে পরিকল্পনা অনুযায়ী বোলিং করেই সাফল্য পেয়েছেন। এই সাফল্যের পথে তাকে সহায়তা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোরকার্ডে উঠেছিল ৭ উইকেটে ১৩১ রান। তখন এই সংগ্রহ মামুলী মনে হলেও, একসময়ে এটিই অস্ট্রেলিয়ার জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেই পাহাড় আর টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। অজিদের আটকে দেওয়ার পথে নাসুম ৪ ওভারে ১৯ খরচায় শিকার করেছেন ৪টি উইকেট। জশ ফিলিপে, ম্যাথু ওয়েড, অ্যাস্টন এগার ও মিচেল মার্শের মহাগুরুত্বপূর্ণ ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

বোলিংয়ের সময় নিজের লক্ষ্য সম্পর্কে নাসুম বলেন, ‘আমাদের লক্ষ্য রান আটকে রেখে বল করার। ওটাই চেষ্টা করেছি এবং উইকেট পেয়েছি। রিয়াদ ভাই ও সাকিব ভাই- দুই জন মিলে আমাকে অনেক সমর্থন করেছেন। যতক্ষণ আমি বোলিং করছিলাম তারা আমার সাথে অনেক কথা বলেছিলেন। আমিও সেটিই মেনেই বোলিং করার চেষ্টা করেছি।’ নাসুমের এই সাফল্যের পথে আরেক রহস্য হলো বাড়তি চাপ না নেওয়া।

তিনি বলেন, ‘বাড়তি চাপ তো থাকেই। তবে সেটি আমি নিইনি, লক্ষ্যই রেখেছিলাম ডট করার।’ উল্লেখ্য, নাসুমের ৪টি, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের ২টি করে এবং সাকিব ও মেহেদী হাসানের ১টি করে উইকেট শিকারে ২৩ রানের জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password