ই-অরেঞ্জ (সিওও) আমানুল্লাহ গ্রেফতার এবং সোনিয়া মেহেজাবিন (সিইও) কারাগারে।

ই-অরেঞ্জ (সিওও) আমানুল্লাহ গ্রেফতার এবং সোনিয়া মেহেজাবিন (সিইও) কারাগারে।
MostPlay

ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহ‌কে গ্রেফতার করা হয়েছে। ১৮ আগস্ট ২০২১ সন্ধায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। তার নিকট ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি  ছিল।

দেশী বিদেশী নানান কোম্পানি নামে ডোমেন কিনে প্রতারণা করার অভিযোগ ছিল তার নামে । আমাজন বাংলাদেশ এর ডোমেন ছিল আমানুল্লাহ নামে।

ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। 

গ্রাহকের করা ১১০০ কোটি টাকা আত্মসাৎ  মামলায় সোনিয়া ও স্বামীকে ১৭ আগস্ট ২০২১ কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় অভিযুক্ত  বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 এর আগে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকদের পণ্য না দেয়ার অভিযোগে গত মঙ্গলবার প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ই-অরেঞ্জ গ্রাহকরা। গত সোমবার গ্রাহক হয়রানি ও পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গুলশান সড়ক অবরোধ করেন।

গ্রাহকরা তাদের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনকে   মামলার দাযিত্ব দেন , এবং ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে লাইভে আসেন।

গ্রাহকদের কাছে জানতে চাইলে জানান ১৯ আগস্ট তাদের কর্মসূচি সবাই ভোক্তা অধিকারে গণ হারে মামলা করবেন ।

মন্তব্যসমূহ (০)


Lost Password