দিনভর পড়ে থাকলেও করোনা আতঙ্কে পাশে যাননি কেউ

দিনভর পড়ে থাকলেও করোনা আতঙ্কে পাশে যাননি কেউ
দিনভর মাটিতে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন আশঙ্কায় কেউ কাছে যাননি। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া এলাকায়। এ এলাকার উপর দিয়ে যাওয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পড়েছিলেন ওই ব্যক্তি।গতকাল শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ ওই ব্যক্তিকে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চড়পাড়া এলাকায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একই স্থানে পড়ে ছিলেন। এ সময় তার পাশে একটি ব্যাগ পড়ে ছিল। করোনা আতঙ্কে কেউই তার কাছে যাননি। কেউ তাকে উদ্ধার করে হাসপাতালেও পাঠাননি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বিষয়টি জানতে পেরে গোড়াই হাইওয়ে থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির কথায় অসংলগ্নতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা অর্থ দুর্বৃত্তরা লুটে নিয়েছে। পরে তাকে রাস্তার পাশে ফেলে গেছে।’ তিনি বলেন, ‘ওই ব্যক্তি গাজীপুর থেকে কুড়িগ্রামে তার বাড়িতে যাচ্ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে টাকা দিয়ে বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password