গাছে উঠে মরে পড়ে রইলেন ডালে

গাছে উঠে মরে পড়ে রইলেন ডালে

গাছের মাথায় উঠে সেখানেই প্রাণ হারালেন বৃদ্ধ দুলাল মল্লিক (৬০)। নারকেল পাড়ার জন্য গাছে উঠে আর নামতে পারেননি তিনি। প্রায় দুই ঘণ্টা পর গাছ থেকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের মল্লিক বাড়িতে। তিনি এ বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর লতিফ মাস্টারের ছেলে আহসান হাবীব সাংবাদিককে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিজ নারকেল গাছে নারকেল পাড়তে দুল্লাল মল্লিক গাছে ওঠেন। গাছের চূড়ায় উঠে হঠাৎ করে তিনি নিস্তব্ধ হয়ে ডালের মধ্যে পড়ে থাকেন। নীচ থেকে তার নাতি দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে।

এর পর এক এক করে চারদিক থেকে লোকজন জড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে রশি দিয়ে গাছের মাথা থেকে থেকে নিহতের লাশ নামিয়ে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে এটা একটি স্বাভাবিক মৃত্যু বলে জানান তিনি।

হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামে নারকেল পাড়তে গিয়ে এভাবেই গাছে আটকে মৃত্যু বরন করেন দুলাল মল্লিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password