করোনায় মৃত্যুবরণ করেন ঢাবির অধ্যাপক

করোনায় মৃত্যুবরণ করেন ঢাবির অধ্যাপক

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মো. আব্দুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রবীণ শিক্ষক ছিলেন তিনি ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গণিতের ওপর বেশ কিছু বই লিখেছেন অধ্যাপক মো. আব্দুর রহমান। তার লেখা বই বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৭ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেকেই। আক্রান্ত হওয়ার তালিকায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীও রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password