রায়পুরে মাদকের আড্ডা সরকারি ভবনসহ ১৫ স্থানে

রায়পুরে মাদকের আড্ডা সরকারি ভবনসহ ১৫ স্থানে

লক্ষ্মীপুরের রায়পুর শহরের বালিকা বিদ্যালয়ের পেছনে কৃষি অফিসের পরিত্যক্ত ভবন। নানান রকমের লতাপাতা-পরগাছায় ছেয়ে গেছে ভবনের চারপাশ। ভেতরের পরিত্যক্ত অংশে সন্ধ্যার পরই বসে মাদকের আড্ডা। পোস্ট অফিসের পেছনে পাউবোর শতবর্ষী পুরাতন ও পরিত্যক্ত কয়েকটি ভবন রয়েছে। প্রতি রাতেই সেখানে মাদকসেবীদের আড্ডায় অতিষ্ঠ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রায়পুর বাস টার্মিনালের পেছনে সুপারিবাগান, মহিলা কলেজের পেছনে, রাখালিয়া বেঙ্গল সু-কারখানার পাশে, হাজিমারা পাউবোর পরিত্যক্ত ভবনে, হায়দরগঞ্জ বেড়িবাঁধের উপর (চরভৈরবী ও হাইমচর বোর্ডার), মিতালী বাজারের পাশে, খাজুরতলা শ্মশানঘাটের পাশে, জনকল্যাণ হাইস্কুলের পাশে, সোলাখালি ব্রিজের পাশে, মীরগঞ্জ বাজারের পাশে, সাজু মোল্লা ও আলতাফ মাস্টারের মাছঘাট পার হয়ে মেঘনা নদীর ওপারেসহ ১৫ স্থানে মাদক বিক্রি ও সেবন চলে। কয়েকজন ইউপি সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রবাসীর সন্তানেরাই জড়িয়ে পড়ছে মাদকের নেশায়।

স্থানীয়রা আরও জানান, সন্ধ্যার পর ওই সব স্থানে মাদক ও জুয়ার আসর বসে।

রায়পুর কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, সড়ক ও জনপথ সহকারী প্রকৌশলী মো. কাউছার ও পাউবোর সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন জানান, স্ব-স্ব অধিদফতরের পুরনো ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, প্রতিদিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। অভিযানও অব্যাহত রয়েছে। সবার সহযোগিতায় মাদকসহ সব অপরাধ দমন করা সহজ হবে। সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।

মন্তব্যসমূহ (০)


Lost Password