ডন্ট লাভ মি বিটস: কারামুক্তি পরিমণি

ডন্ট লাভ মি বিটস: কারামুক্তি পরিমণি
MostPlay

অনেক জল্পনা কল্পনা শেষে ঢাকাই চলচিত্রের আলোচিত নায়িকা পরিমণি মাদক মামলায় জামিন পেয়ে গেল মাদকের অভিযোগে গ্রেফতার হওয়া পরিমনি।

আজ সকাল ৯ টা(১ সেপ্টেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে হাস্যোজ্জ্বল মুখে হাত উত্তোলন করে বের হয়ে আসেন কারামুক্ত এই নায়িকা।তবে ভিন্ন চিত্র ফুটে উঠেছে হাতে মেহেদি অঙ্কিত লেখা "ডন্ট লাভ মি বিটস"অর্থাৎ আমি খারাপ আমাকে ভালোবেসো না।কিন্তু কেনো যে এই লেখা তা বলতে পারছে না কেউ।

উল্লেখ্য যে, গতকাল ৩১ আগস্ট মঙ্গলবার মাদক মামলায় পরিমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ একেএম ইমরুল কায়েস।গতকাল দুপুর দুইটায় আদালতে জামিন মঞ্জুর পত্র শুনানি হয়। যদিও মাদক মামলায় পরিমনির গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় কয়েকবার রিমান্ড মঞ্জুর করে আদালত। সর্বশেষ গত ১৯ আগস্ট একদিনের জন্য রিমান্ড দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগেও দ্বিতীয়বারের মতো গত ১০ আগস্ট দুই দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এই রিমান্ডে পরিমনির সহযোগী আশরাফুল আলম দীপুও ছিল। গত ৪ আগস্ট নির্ভরযোগ্য তথ্য নিয়ে RAB-1 পরী মণির বাসায় তল্লাশি কার্যক্রম শুরু করে দীর্ঘ চার ঘণ্টা পর বিপুল পরিমাণে মাদকসহ সন্ধ্যা সাতটার দিকে গ্রেফতার করা হয় তাকে।

৫ আগস্ট সর্বপ্রথম পরীমনি ও দীপুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত। ১৩ ই আগস্ট তাদের দু'জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই দিনের সন্ধ্যায় কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে নেওয়া হয় পরীমনিকে। দীর্ঘ ২৬ দিন পর আজ পুরোপুরি জামিন পেলেন ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। যদিও এখন পর্যন্ত দীর্ঘ দিন রিমান্ডের পর কোনো তথ্য প্রকাশ করেনি প্রশাসন।

মন্তব্যসমূহ (০)


Lost Password