জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মিষ্টার আলী মিলন, জেলা প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে টিএমএসএস নওগাঁ জোনের আওতাধীন কাজীরমোড় শাখার শাখা প্রধান মোঃ আনোয়ার হোসেন। রবিবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় টিএমএসএস কাজীরমোড় শাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাৎ বরণ কারীগণের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান মোঃ আবু-বকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্চল প্রধান মোঃ মমতাজ উদ্দীন। জোন প্রধান জনাব মোঃ আবু-বকর বলেন, মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতা কারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন।

তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণকে আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ, রনি, সোহেল, মিলন, রাব্বানী, আমিরুল, তালহা সহ আরো অনেকে।

অঞ্চল প্রধান মোঃ মমতাজ উদ্দীন বলেন, ১৫ ও ২১ আগস্টে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password