সেমিফাইনালে যখন রাফায়েল নাদালকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ তখনই অনেকে ধরে নিয়েছিলেন এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে যাচ্ছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সবার ধারণা ছিল জকোভিচের কাছে পাত্তাই পাবেন না সিপসিপাস। কিন্ত কি দারুণ লড়াইটাই না করলেন গ্রিক তুর্কি। আরেকটু হলেই শিরোপা উৎসব করে ফেলেছিলেন সিপসিপাস। প্রথম দুই সেট ৬-৭ (৬/৮), ২-৬ ব্যাবধানে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতার সম্ভাবনা তৈরি করেন সিপসিপাস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট ৬-৩, ৬-২, ৬-৪ ব্যবধানে জিতে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা জকোভিচ। মুলত জকোভিচের অভিজ্ঞতার কাছেই পরাজয় বরণ করতে হয় সিপসিপাসকে।
এটা ছিল জকোভিচের ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্ল্যাম জয়। তার সামনে আছেন কেবল রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। তারা দুজনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতেছেন। এবার ফ্রেঞ্চ ওপেন জেতার ফলে ৫২ বছরের পুরানো ইতিহাসে ভাগ বসিয়েছেন জকোভিচ। বারের ফ্রেঞ্চ ওপেন জেতার ফলে, সব গ্র্যান্ড স্লামই অন্তত দু’বার করে জয়ের রেকর্ড গড়লেন জোকাভিচ। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন শুধুমাত্র রয় এমার্সন এবং রড লেভার। সেই রেকর্ডই রোববার রাতে স্পর্শ করলেন জোকার। ১৯৬৯ সালে রড লেভার শেষবার এই রেকর্ড করেছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন