অলিম্পিক থেকে জোকোভিচের বিদায়

অলিম্পিক থেকে জোকোভিচের বিদায়
MostPlay

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জোকোভিচ। তবে এখনও অলিম্পিকের স্বররন জেতা হয়নি তার। একই বছরে চার গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন নিয়ে টোকিও গিয়েছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। সেই স্বপ্ন পূরণ হলো না টেনিসের কিংবদন্তী জোকোভিচের। টোকিও অলিম্পিকসে টেনিসের পুরুষ এককের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি।

আজ শুক্রবার সেমিফাইনালে জোকোভিচের শুরুটা দুর্দান্ত ছিল। প্রথম সেটে তিনি জেভেরেভকে উড়িয়ে দেন। কিন্তু পরের সেটগুলোতে তিনি সেই ছন্দ ধরে রাখতে পারেননি। ঘুরে দাঁড়ান জেভেরেভ। পরের দুই সেট তিনি জিতে নেন ১-৬, ৬-৩, ৬-১ গেমে। এতেই জোকোভিচের বিদায় আর জেভেরেভের ফাইনাল নিশ্চিত হয়ে যায়।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে টেনিস এককে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। সেটিই এখনও পর্যন্ত অলিম্পিকে তার সেরা অর্জন। এবার টোকিও অলিম্পিকেও একই সাফল্য পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে বিশ্বের এক নম্বর তারকা। শনিবার তৃতীয় হওয়ার লড়াইয়ে স্পেনের পাওলো বুস্তা ক্যারেনোর মুখোমুখি হবে জকোভিচ।

মন্তব্যসমূহ (০)


Lost Password