ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটুক্তি করায় সাত কলেজের এক শিক্ষার্থীর রেজাল্ট আটকিয়ে দিল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটুক্তি করায় সাত কলেজের এক শিক্ষার্থীর রেজাল্ট আটকিয়ে দিল ঢাবি
MostPlay

ফেইসবুকে সাত কলেজের গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় কে নিয়ে কটুক্তি করে মন্তব্য করায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর অর্নাস ও মাস্টার্সের রেজাল্ট আটকে রেখেছে ও সাইট থেকে মুছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই শিক্ষার্থীকে ক্ষমা চেয়ে পুনরায় আবেদন করতে বলা হয়েছে রেজাল্ট পেতে। আজ (১০.০৯.২১) শুক্রবার সন্ধ্যায় সাত কলেজ নিউজ সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ফেসবুক গ্রুপ থেকে এমন খবর প্রকাশিত হয়।

এতে সাত কলেজের এক শিক্ষার্থী কমেন্ট করেছে, এদের ভয়ে চুপসে যাওয়া লোক আমরা নই। আমরা জ্ঞান অর্জনের জন্য পড়াশুনা করি, আমাদের সেই জ্ঞান অর্জনের ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাড়ায় আমরা সেই কালো হাত ভেঙ্গে দিবো।স্বাধীন বাংলার এই বুকে আর কালো আগষ্ট নেমে আসতে দিবোনা।তারা বহিষ্কার করার ক্ষমতা রাখে, আমরা বয়কট করার ক্ষম তা রাখি। আরেকজন শিক্ষার্থী লিখেছে, এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, বাংলাদেশে গণতন্ত্র বলতে আসলে কিছুই থাকবে না।

কেন ভাই ওনারা সমস্যা করছে আমরা বলতে পারব না ওই শিক্ষার্থী আরো বলেন যে, ঢাবির শিক্ষার্থীরা সাত কলেজকে নিয়ে কত ট্রল করে আমরা কাউকে কিছু বলেছি।এতে আমাদের সাত কলেজ শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। এদিকে সাত কলেজ নিউজ থেকে জানানো হয় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে শিক্ষার্থীদের: (সতিকসাস)

মন্তব্যসমূহ (০)


Lost Password