অসহায়-দুস্থদের ইফতার বিতরণ করেন ঢাকা কলেজ ছাত্রলীগ

অসহায়-দুস্থদের ইফতার বিতরণ করেন ঢাকা কলেজ ছাত্রলীগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় ঢাকা কলেজের সামনে পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা কলেজে দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক আনোয়ার মাহমুদ, দক্ষিণায়ণ হলের তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক নাসির হোসেন, উত্তর হলের তত্ত্বাবধায়ক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম।

এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, করোনা মহামারির মধ্যে ছাত্রলীগের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। লকডাউন অবস্থায় যখন গরিব ও অসহায় মানুষ খাবার যোগাতে হিমশিম খাচ্ছে সেই মুহূর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগ ভবিষ্যতেও গণমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শুভ্রদেব হালদার বাপ্পী বলেন, গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরিব, অসহায় মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে।

কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি মহিউদ্দিন শিকদার লিপু বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে সে সময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করেছি। মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানান এই নেতা।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম্-আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতোই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। করোনা ও পবিত্র রমজান উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রলীগ গরিবদের মাঝে ইফতার বিতরণ তার একটি উদাহরণ মাত্র।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শফিকুল ইসলাম কোতোয়াল, জাফর আহমেদ ইমন, শাহ আলম মোল্লা জুয়েল, তানভীর আব্দুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক তুহিন রেজা, উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হোসেন সৈকত, সদস্য আশিক বাপ্পি, এইচ এম রোমান।

এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফুয়াদ হাসান, শেখ মিথুন, সদস্য প্রশান্ত কুমার দাস, জসিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান বাবুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password