সিরাজগঞ্জে আসন্ন দুর্গোৎসবের প্রতিমা নির্মাণ কারিগরদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সিরাজগঞ্জে আসন্ন দুর্গোৎসবের প্রতিমা নির্মাণ কারিগরদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
MostPlay

সিরাজগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা/২০২২ উদযাপন উপলক্ষে প্রতিমা নির্মাণ কারিগরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ১৯.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জের কামারখন্দ থানাধীন ভদ্রঘাট পালপাড়া বলরাম জিও মন্দিরে কামারখন্দ থানা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কামারখন্দ উপজেলা শাখার আয়োজনে প্রতিমা নির্মাণ কারিগরদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার)।

এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কুমার সাহাসহ প্রতিমা নির্মাণ কারিগর ও হিন্দু সম্প্রদায়ের সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কামারখন্দ সার্কেল, অফিসার ইনচার্জ, কামারখন্দ থানাসহ সিরাজগঞ্জ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password