ডেঙ্গু মশা নিধনে কাজ করছে সবুজ শহর ফাউন্ডেশন

ডেঙ্গু মশা নিধনে কাজ করছে সবুজ শহর ফাউন্ডেশন

ডেঙ্গু মশার প্রকোপ থেকে নগরবাসীকে সুস্থ রাখতে এডিস মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে সবুজ শহর ফাউন্ডেশন।

আজ ১৫ই আগস্ট রাজধানীর বাসাবো কদমতলা এলাকায় এডিস মশা নিধনে কাজ করে সংগঠনটি।

ডেঙ্গুর ব্যাপক বিস্তার লাভ করেছে। সবুজ শহর ফাউন্ডেশন লকডাউনের কারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সচেতনতা মূলক পোস্ট করে সবাইকে সতর্ক রাখতে প্রয়াস চালিয়েছে। 

তারই ধারাবাহিকতায় আজ এডিস মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়েছে। এছাড়াও স্প্রের মাধ্যমে ঔষধ বিভিন্ন পানি জমার স্থানে ছিটিয়ে দিয়েছে। মশার বিস্তার রোধে ডাবের খোসা, প্লাস্টিক বোতল, ব্যবহৃত চিপসের পেকেট ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেছে। 


ফাউন্ডেশনের উদ্যোক্তা মেহেদী হাসান শিশির বলেন, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে, শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগ ও মহামারিতে মানুষের পাশে থেকে আমরা সবুজ শহর ফাউন্ডেশন কাজ করে যাবো।

সংগঠনের সদস্যরা বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলো সকলের উপকারে আসবে বলে মনে করি। তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য। আশা করি, আপনাদের উৎসাহে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এ পর্যন্ত যারা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতা করে গিয়েছেন তাদের কে জানাই সাধুবাদ। ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ রাখছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password