বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ‘নির্লজ্জ মিথ্যাচর ও সকল অনিয়ম’ দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্জনকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা ও নির্লজ্জ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আব্দুল কাদের মির্জার খুনের রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন, চাকরি বাণিজ্য, নমিনেশন বাণিজ্যসহ সকল অপকর্ম এনএসআই, ডিজিএফআই, দুদকসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রেস বিজ্ঞপ্তি দেয়ার সত্যতা নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি জেলা প্রশাসনের অনুরোধে স্থগিত করা হইল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন