মাগুরায় অবিলম্বে করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব ), হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা।আজ মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শম্পা বসু ও সদস্য বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ। সমাবেশে বক্তারা সদর হাসপাতালে করোনা টেস্ট বৃদ্ধি, হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনসহ নানা সুপারিশ তুলে ধরে সরকারের সমালোচনা করেন। শেষে গণকমিটি পদযাত্রা করে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি পেশ করে। মানববন্ধনে গণকমিটির শতাধিক কর্মী অংশ নেয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন