করোনা টেস্ট ল্যাব স্থাপনের দাবি মাগুরায়

করোনা টেস্ট ল্যাব স্থাপনের দাবি মাগুরায়

মাগুরায় অবিলম্বে করোনা টেস্ট ল্যাব (পিসিআর ল্যাব ), হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা।আজ মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শম্পা বসু ও সদস্য বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ। সমাবেশে বক্তারা সদর হাসপাতালে করোনা টেস্ট বৃদ্ধি, হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনসহ নানা সুপারিশ তুলে ধরে সরকারের সমালোচনা করেন। শেষে গণকমিটি পদযাত্রা করে সিভিল সার্জনের নিকট স্মারকলিপি পেশ করে। মানববন্ধনে গণকমিটির শতাধিক কর্মী অংশ নেয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password