লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ দফাদার হিসেবে পুরস্কার পেলেন দেলোয়ার

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ দফাদার হিসেবে পুরস্কার পেলেন দেলোয়ার

পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা, তন্মদ্ধে অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাজাপ্রাপ্ত আসামির তথ্য, বিভিন্ন গোপন তথ্য প্রদান, মাদক উদ্ধার সহ সকল কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কর্তৃক গ্রাম পুলিশ বাহিনীর শ্রেষ্ঠ দফাদার হিসেবে পুরস্কার পেয়েছেন রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউপির দফাদার দেলোয়ার হোসেন সর্দার।

দেলোয়ার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্থানীয় ভাবে তার সুনাম শুক্ষ্যতি রয়েছে। দেলোয়ার এই পুরস্কারে লক্ষ্মীপুর জেলার গ্রাম পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেন ।

দফাদার দেলোয়ার বলেন আমি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ যাচ্ছি। মাদক ,সন্ত্রাস বিরোধী ,কাজ করছি। শ্রদ্ধেয় অভিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব ডঃ এ এইচ এম কামরুজ্জামান পি পি এম (সেবা),

মহোদয় আমাকে লক্ষ্মীপুর জেলা গ্রাম পুলিশ বাহিনীর শ্রেষ্ঠ দফাদার ঘোষণা দিয়ে সম্মান জনক পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লক্ষ্মীপুর জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে প্রিয় সারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আরও অভিনন্দন জানাই আমার প্রিয় সার রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিল মহোদয়কে, যার অক্লান্ত পরিশ্রমে আমার আজকের এই পুরস্কারের সফলতা।

মন্তব্যসমূহ (০)


Lost Password