ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় করোনার গণটিকাদান কার্যক্রম শুরু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় করোনার গণটিকাদান কার্যক্রম শুরু
MostPlay

হালুয়াঘাট উপজেলায় করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(৭আগস্ট) সকাল ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন পর্যায়ের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এছাড়ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুুনীর আহমেদ, এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানরা।

প্রতিটি কেন্দ্রের জন্য ২ জন পরিদর্শক, ৬ জন করে স্বাস্থ্যকর্মী কাজ করছেন। প্রতিদিন ভ্যাকসিন কার্যক্রম ক্যাম্পেইনে উপজেলায় ৭ হাজার ২০০ মানুষকে এ টিকা দান করা হবে। ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩টি করে বুথের মাধ্যমে ২৫ বছর বা তার ঊর্ধ্বে ৬০০ জনকে এ টিকা প্রদান করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password