করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে ইউরোপে নতুন রূপের

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে ইউরোপে নতুন রূপের

ইউরোপে আরো দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন রূপ, সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ভ্রমন নিষেধাজ্ঞা জারি শুরু করেছে উইরোপের দেশগুলো।যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হচ্ছে সিডনিতে। আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সৌদি আরবও। এদিকে সারাবিশ্বে মোট আক্রান্তে সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ। আর প্রায় ১৭ লাখ মানুষ মারা গেছে।

ব্রিটিশ গবেষকরা লন্ডন এবং আশপাশের অঞ্চলে যে ভাইরাসের বিস্তার দেখছেন, সেটিকে তারা নিউ ভ্যারিয়েন্ট, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বলে বর্ণনা করছেন। যা দ্রুত গতীতে ছড়ায়। করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন যে, অন্য যে কোন ভাইরাসের মতো করোনাভাইরাসের এই নতুন ভাইরাসটিও মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। লন্ডন এবং আশপাশের অঞ্চলের ভাইরাসটি পরিবর্তিত রূপ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্বীকার করেছেন সংক্রমণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে।

ম্যাট হ্যানকক বলেছেন, সত্যি এটি হতাশাজনক, বড়দিনের আগে এটি কঠিন চ্যালেঞ্জ, এটি এখন আরো দ্রুত ছড়াচ্ছে, এখন একটাই উপায় সামাজিক যোগাযোগকে সীমাবদ্ধ করা।  
 ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর অনেক দেশ ব্রিটেনের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে । নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানী, ইতালিসহ উইরোপীয় বিভিন্ন দেশ এরিমধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, এই নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস আরো কয়েকটি দেশেও শনাক্ত হয়েছে। এনিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। নতুন বিধিনিষেধের আওতায় বাসাবাড়িতে ১০ জনের বেশি এবং অতিথিসেবা কেন্দ্রগুলোতে তিনশ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের কয়েকটি দেশে  নতুন করে করোনা ছড়িয়ে পরতে শুরু করায়, আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সৌদি আরব।যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪১৪ জন। এছাড়া ভারতের মোট সংক্রমণ ১ কোটি ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। একদিনে বিশ্বে প্রাণ হারিয়েছে প্রায় আট হাজার মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password