করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয়ভাবে উৎপাদিত টিকা ব্যবহার করছে চীন। বিদেশি কোনো টিকা অনুমোদন দেয়নি দেশটি। চীন পাশাপাশি অন্য দেশেও পাঠাচ্ছে টিকা নিজেদের উৎপাদিত করোনার টিকা।
এদিকে, যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানসহ বেশকিছু দেশের মানুষের জন্য সীমান্ত কড়াকড়ি শিথিল করবে চীন। তবে এ জন্য চীনে তৈরি করোনার টিকা নিতে হবে তাদের।
সোমবার যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব মানুষ চীনে তৈরি টিকা নিয়েছেন, নির্বাচিত সেসব মানুষই শুধু চীনের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে।
একই রকম বিবৃতি দিয়েছে ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইতালি ও শ্রীলংকায় চীনের দূতাবাস।
বিবৃতিতে বলা হয়েছে, চীনের কোভিড-১৯ এর টিকা যারা নিয়েছেন তাদের ভিসা আবেদনের কার্যক্রম শুরু করবে তারা। এই নিয়ম এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। ফলে যারা কাজ শুরু করতে চীনে যেতে চান তারা আবেদন করতে পারেন। ব্যবসায়িক কাজে যেতে পারবেন। মানবিক প্রয়োজনে যেতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবেন।
আরও বলা হয়েছে, চীনে তৈরি টিকার দু’টি ডোজই যারা নিয়েছেন অথবা ১৪ দিনের মধ্যে একটি ডোজ নিয়েছেন, শুধু তারাই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন