করোনায় রাজকন্যার মৃত্যু

করোনায় রাজকন্যার মৃত্যু
MostPlay

করোনাভাইরাস কেড়ে নিল এক রাজকন্যার প্রাণ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ পরিবারের কোনো সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত ওই রাজকন্যার নাম প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬)। তিনি ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য।   

প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন প্রিন্সেস মারিয়া। তিনি স্পেনের হাউস অব বোরবনের কারেন্ট ডিন্যাস্টি ক্যাডেট শাখার সদস্য ছিলেন। শুক্রবার তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মারিয়া টেরেসা তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী। তারা ছয় ভাইবোন ছিলেন। এদের মধ্যে চারজন জীবিত। তারা হলেন- ফ্রেঞ্চোইস, সিসিলি, মেরি দেস নেয়েজস এবং প্রিন্স সিক্সটাস হেনরি।

জানা গেছে, স্পেনের মাদ্রিদে করোনার আক্রান্ত হন মারিয়া। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সূত্র: ডেইলি এক্সপ্রেস

মন্তব্যসমূহ (০)


Lost Password