বাঘের হাড়সহ আটক চীনা নাগরিক

বাঘের হাড়সহ আটক চীনা নাগরিক
MostPlay

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল এলাকা থেকে বাঘের হাড়সহ আটক চীনের নাগরিক শু শাংজিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার বৃহস্পতিবার এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সুমন পারভেজ আসামিকে আদালতে হাজির করলে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ মার্চ রাত ১১টার সময় বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন শাংজি। এ সময় তাকে আর্মড পুলিশ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে তল্লাশি করে চারটি বাঘের হাড় পাওয়া যায়। দুটি টি-ব্যাগ জোড়া লাগিয়ে এর সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

জিজ্ঞাসাবাদে শাংজি জানান, চীনে নিয়ে যাওয়ার জন্য মনসুর আলী নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি হাড়গুলো সংগ্রহ করেছেন। তার কাছে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ছিল। এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password