২১শে আগস্ট গ্রেনেড হামলার স্বরণে ছাত্রলীগের আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

২১শে আগস্ট গ্রেনেড হামলার স্বরণে ছাত্রলীগের আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি
MostPlay

২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে প্রাননাশের প্রচেষ্টা করা হয়। সেই সময় আওয়ামী লীগের  ২৪ জন নেতাকর্মী নিহত হয় এবং ৩শতাধিক নেতাকর্মী আহত হয়। এই কালো অধ্যায়ের স্মরণে মধুখালি উপজেলা ও পৌর ছাত্রলীগ মিলিতভাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। যারা তখন আহত হয়েছিলেন তাদের দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মধুখালি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকন,মধুখালি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম ফারুক, মধুখালি উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এবং মধুখালি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মুরাদুজ্জামান মুরাদ। আলোচনাসভা সঞ্চালনা করেন মধুখালি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক এবং সভাপতিত্ব করেন রবিন মোল্ল্যা। এছাড়াও উপস্থিত ছিল মধুখালি উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

মধুখালি পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পু তার বক্তব্যে বলেন, দেশদ্রোহী সেই শক্তি আবারও চেয়েছিলেন ১৫ আগস্ট এর পুনরাবৃত্তি করতে। কিন্ত তারা সফল হতে পারেনি। আর কখনো সফল হতেও পারবে না। তাদের যেকোনো চক্রান্ত রুখে দিবে বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিটি ইউনিট এর নেতাকর্মী। তাছাড়া আরও বলেন যারা হামলার সাথে জড়ীত ছিল সেই মাস্টারমাইন্ড তারেক জিয়া সহ তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত  শাস্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। তবেই রাজাকারদের প্রেতাত্মা বাংলাদেশ থেকে বিদায় হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password