নড়াইল পৌর এলাকার দূর্গাপর গ্রামের এক গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার অভিযোগে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির নামে মামলা করা হয়েছে।
এ মামলায় রোববার (১৪ মার্চ) দুপুরে সদর আদালতে নির্যাতিতা নারীর জবানবন্দি (১৬৪) নেয়া হয়।
এর আগে গতকাল শনিবার (১৩ মার্চ) রাতে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার অভিযুক্তরা হলেন- নির্যাতিতা গৃহবধূর স্বামী সজিব, শ্বশুর বিএম নজরুল ইসলাম এবং শাশুড়ি স্বপ্না বিশ্বাস।
মামলার তদনন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আমিন উদ্দিন লিটন জানান, মামলার তদন্তের কাজ শুরু করেছি। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানাতে পারব।
এ বিষয়ে অভিযুক্ত নির্যাতিতার স্বামী সজিব বলেন, ‘আমার স্ত্রী মাথার চুল কখন কীভাবে কাটা হয়েছে আমি তার কিছুই জানি না। এ সব তারই (স্ত্রী) বানানো কথাবার্তা।’
নির্যাতিতার মায়ের অভিযোগ, স্বামী সজিব ও তার পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে আমার মেয়ে জান্নাত আরা সেতুকে নির্মমভাবে নির্যাতন করে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। পুলিশের সহায়তায় আমার মেয়েকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন