দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কে উঠতে চাইলে ভাঙ্গা ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের চরম বাগ্বিতণ্ডার পর মিছিলটি সামনের দিকে অগ্রসর হলে আদালত সড়ক এলাকায় আবারও বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মংসাথোয়াই চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার ও সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। শিশু-বৃদ্ধা রেহাই পাচ্ছে না। জড়িতদের যথাযথ বিচার না হওয়ায় ফলে অপরাধমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করারও দাবি করেন নেতারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন