পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেল সরবরাহ করবে সেনা পরিচালিত সংস্থা BMTF

পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেল সরবরাহ করবে সেনা পরিচালিত সংস্থা BMTF
MostPlay

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ৮০,০০০ সোলার প্যানেল স্হাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের বিদ্যুতায়নের প্রচেষ্টার অংশ হিসেবে বিনামূল্যে সৌর প্যানেল সরবরাহ করা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবানের পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায়।

এই প্রকল্পটির গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে সেনাবাহিনী পরিচালিত সংস্থা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড। কারণ, এসব সোলার সিস্টেম সরাসরি ক্রয় পদ্ধতিতে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড থেকে কেনা হবে। এ জন্য ব্যয় হবে ২০৪ কোটি ৩৩ লাখ টাকা।

উল্লেখ্য, এর আগে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম ও সীমান্তবর্তী অফ-গ্রিড এলাকায় ৪২ হাজার ৫০০ সেট সোলার প‌্যানেল স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password