১ রুপিতে গম দেবে বিজেপি

১ রুপিতে গম দেবে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরিও তামিলনাড়ুর বিধানসভা ভোট একই সঙ্গে। দলীয় প্রচারে তাই দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন। রোববারও এ রাজ্যে সভা করেন মোদি।

এদিন ঘোষণা হয়েছে বিজেপির বিশাল ইশতেহার। যাতে ১ রুপিতে গম ৫, রুপিতে চিনি আর ৩ রুপিতে লবণের ঘোষণা দেয়া হয়েছে। ছিল আরও বড় বড় চমক।

২৯৪ আসনের ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় এক সময় সব আসনে প্রার্থী দিতে পারতো না ভারতীয় জনতা পার্টি-বিজেপি। খুব আগের কথা নয়। সংগঠন না থাকার কারণে ২০১১ সালেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি।

২০১৬ সালেও পশ্চিমবঙ্গ বিধানসভায় মাত্র তিনজন বিজেপি নির্বাচিত বিধায়ক যেতে পেরেছিলেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ২৯৪ আসনে প্রার্থী ঘোষণাই শুধু করেনি নরেন্দ্র মোদির দল বরং প্রত্যাশিত প্রার্থী না হতে পেরে জেলায় জেলায় বিক্ষোভের আগুন জ্বলছে। তৃণমূল ভেঙে ডজন ডজন শীর্ষ নেতা, মন্ত্রী,সংসদ সদস্য ঢুকছেন গেরুয়া শিবিরে।

পাখির চোখ করে এবার ঘনঘন রাজ্যে নির্বাচনী প্রচারণায় মোদি-অমিত শাহ থেকে শুরু করে জে পি নাড্ডারাও। রোববার এক দিকে যখন অমিত শাহ সভা করছে অন্য দিকে ছিলেন মোদিও। বলেন, নিজে আঘাত সহ্য করলেও পশ্চিমবঙ্গের মানুষের গায়ে আঁচ লাগতে দেবেন না তিনি।

এদিকে গেরুয়া শিবির প্রকাশ করেছে ইশতেহার। যাতে ছিল নানামুখী চমক। নারীদের ১৮ বছর হলেই মিলবে এককালীন ২ লাখ রুপি। সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। এছাড়া ১ রুপিতে গম, ৫ রুপিতে চিনি আর ৩ রুপিতে লবণের ঘোষণা দেয়া হয়েছে।

রোববার অমিত শাহ'র সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান বর্ষীয়ান তৃণমূল সংসদ সদস্য ও শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সোমবার মোদির সভায় শিশির অধিকারীর আরেক ছেলে দিব্যেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে নিশ্চিত করছে বিজেপি সূত্র।

মন্তব্যসমূহ (০)


Lost Password