ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০২ সালে ভয়াবহ বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্ট দেশটির কট্টর মুসলিম নেতা আবু বকর বশির কারাগার থেকে ছাড়া পেয়েছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।রাজধানী জাকার্তার বাইরে অবস্থিত একটি কারাগার থেকে আজ সকালে মুক্তির পর আবু বকর বশিরকে তাঁর পরিবারের সদস্যরা নিয়ে যান।
আল-কায়েদায় অনুপ্রাণিত উগ্র গোষ্ঠী জামিয়া ইসলামিয়ার সাবেক প্রধান ৮২ বছর বয়সী আবু বকর। বালিতে বোমা হামলায় এই গোষ্ঠীটির হাত রয়েছে। ভয়াবহ ওই হামলায় ২০২ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।২০০২ সালের ১২ অক্টোবর ইন্দোনেশিয়ার জনপ্রিয় অবকাশযাপন দ্বীপ বালিতে ওই বোমা হামলা হয়। হামলায় ২১টি দেশের নাগরিকেরা নিহত হন। নিহত লোকজনের মধ্যে অধিকাংশই ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক।
বালির ওই ঘটনা ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, বালিতে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত নয়, এমন অপরাধে সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে কারামুক্তি দেওয়া হয়েছে। কারামুক্তির পর আবু বকর জঙ্গিবাদবিরোধী দীক্ষা (ডির্যাডিকালাইজেশন) কার্যক্রমে অংশ নেবেন।
আবু বকরের কারামুক্তিতে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, হামলায় নিহত লোকজনের পরিবারের সদস্যদের জন্য আবু বকরের মুক্তির এই ঘটনা বেদনাদায়ক।বালিতে বোমা হামলার ঘটনায় ষড়যন্ত্রের দায়ে ২০০৫ সালে আবু বকরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু আপিলে তাঁর দণ্ড বাতিল হয়ে যায়।
ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে জঙ্গি প্রশিক্ষণে সমর্থন দেওয়ার দায়ে ২০১১ সালে আবু বকরের ১৫ বছরের কারাদণ্ড হয়। কিন্তু পরে তাঁর এই সাজা কমানো হয়। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, আবু বকর তাঁর সাজা ভালোভাবেই ভোগ করেছেন।
কোনো ধরনের সন্ত্রাসবাদে জড়িত থাকার কথা সব সময় অস্বীকার করে আসছেন আবু বকর।
বালিতে বোমা হামলার সময় আবু বকর উগ্র গোষ্ঠী জামিয়া ইসলামিয়ার প্রধান ছিলেন। পরে তিনি জামিয়া ইসলামিয়া থেকে বেরিয়ে যান। প্রতিষ্ঠা করেন আরেকটি উগ্র গোষ্ঠী জেম্মাহ আনশারুত তৌহিদ।
অনেকে আবু বকরকে বালিতে বোমা হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেব আখ্যায়িত করেন। তবে বোমা হামলায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল, তা এখনো অস্পষ্ট।
জার্কাতার ইনস্টিটিউট ফর পলিসি অ্যানালাইসিস অব কনফ্লিক্টের পরিচালক সিডনি জোন্স বলেন, কার্যত আবু বকরই হামলার সবুজসংকেত দিয়েছেন। তিনি হামলার পরিকল্পনা করেননি। কিন্তু তিনি ‘না’ বললে এই হামলা হতো না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন