শারমিনের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

শারমিনের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
MostPlay

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। এবার দ্বিতীয় ম্যাচে যুক্তরাস্ট্রকে ৩২৩ রানের টারগেগট দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেছেন শারমীন আক্তার সুপ্তা। এই ফরম্যাটে তিনি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। মঙ্গলবার (২৩ নভেম্বর) ১১৭তম বলে চার হাঁকিয়ে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাট করে পরাজিত ১৩০ রান করেছেন শারমিন।

এতদিন পর্যন্ত মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৭৫। ভারতের বিপক্ষে ২০১৩ সালে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা খাতুন ও রোমানা আহমেদ। ৪ বছর পর আজ এই রেকর্ড নিজের করে নিলেন শারমিন। শুধু বাংলাদেশের পক্ষে সর্ব্বোচ্চ স্কোরার নয় ওয়ানডেতে বাংলেদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান ইতিহাসের পাতায়।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দারুণ শুরু করেন। অর্ধশতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ৪৭ রানে মুর্শীদা আউট হয়ে গেলে ভাঙে তাদের ৯৬ রানের জুটি। মুর্শীদা না পারলেও পেরেছেন শারমিন আকতার। শুধু অর্ধশতক নয় তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম শতক। এটা শুধু তার প্রথম নয় বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম শতক। শেষ পর্যন্ত তার অপরাজিত ১৩০ রানের সুবাদেই ৫ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের হয়ে ফারজানা ৬৭ ও অধিনায়ক নিগার সুলতানা ৩৩ রান করেন। যুক্তরাস্ট্রের হয়ে মোকশা চৌধুরী ২টি উইকেট শিকার করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password