আর্মি গেমস ২০২১ এ অংশগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর

আর্মি গেমস ২০২১ এ অংশগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর
MostPlay

বিশ্বের ৪৩ টি দেশের মিলিটারী পার্সোনালদের নিয়ে অনুষ্টিত Army games-21 এ অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সর্বমোট ১১টি দেশে পর্যায়ক্রমে এই গেমসে প্রতিযোগিতা করবে ৪৩টি দেশের মিলিটারী পার্সোনালরা। এর মধ্যে বাংলাদেশ অংশ নিচ্ছে ভিয়েতনামে আয়োজিত কম্পিটিশনে। এখানে মোট ৮টি দেশ অংশগ্রহণ করছে যারা হল বাংলাদেশ, ভিয়েতনাম,বেলারুশ, রাশিয়া, উজবেকিস্তান,ভেনিজুয়েলা, মালি, লাওস। এই ৮টি দেশের ১৪টি টিম এখানে কম্পিটিশন করবে।

প্রতিযোগিরা এই কম্পিটিশনে “শ্যুটিং নাম্বার ২” ধাপে প্রতিযোগিতা করবে। যেখানে ভিয়েতনামের একটি স্টেডিয়ামে স্নাইপিং শ্যুটিং কম্পিটিশন অনুষ্ঠিত হবে। এটি হবে মুলত Stand up শট কম্পিটিশন। সর্বমোট ৪টি টার্গেটে ১-১০ স্কোর নির্ধারিত আছে এই ধাপে। ৩০০-৫০০ মিটার দূরত্বে এক মিনিটের মধ্যে টার্গেট শ্যুট করার নিয়ম। এটি একটি ইনডিভিজুয়াল কম্পিটিশন। প্রত্যেক শ্যুটারের শ্যুটিং নিজ নিজ টিমের পক্ষে কাউন্ট হবে। এবং অর্জিত র‌্যাংকিং সেকেন্ড স্টেজে প্রতিযোগিতা করতে এগিয়ে নিবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password